কলকাতা

সেট পরীক্ষার্থীদের জন্য হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল

আজ হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই ট্রেন চলাচল করবে। কলেজ সার্ভিস কমিশন আয়োজিত স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই পরিষেবা দেবে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ, রবিবার সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সপ্তাহের অন্যান্য দিনের মতোই লোকাল ট্রেন চলবে। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে স্টেট পরীক্ষার্থীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে রেলকে রবিবার পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন করা হয়েছিল। তার প্রেক্ষিতে পূর্ব রেল নবান্নের আর্জি মেনে আজ ছুটির দিনেও লোকাল পরিষেবা স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিল। গত সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে করা বিধি নিষেধ। রবিবার সাধারণত অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকে ট্রেন। কিন্তু কয়েক হাজার পরীক্ষার্থীর সুবিধার জন্য বাড়তি এই চাপ নিয়েছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের বহু কর্মী আক্রান্ত। তাও বিকল্প পদ্ধতিতে পরিষেবা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।