অশান্তির জেরে আগামী ২৮ এপ্রিল অবধি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। জানা গিয়েছে, ৪, ৫, ৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি হয়েছে। কালিয়াগঞ্জ কাণ্ডের জেরে গতকাল, মঙ্গলবার তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়। এমনকি রেহাই পাননি পুলিশ কর্মীরাও। ব্যাপক মারধর করা হয় তাঁদেরও। এই পরিপ্রেক্ষিতে কালিয়াগঞ্জের অশান্তিপ্রবণ এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা হল। আজ সকাল থেকেই পুরো এলাকাজুড়ে টহল দিয়ে মাইকিং করা হচ্ছে কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে। যে কোনওরকমের জমায়েত ও অশান্তি রুখতে তৎপর প্রশাসন।