বিজেপির যুব নেতার পর কর্নাটকের ম্যাঙ্গালুরু জেলায় খুন আরও এক যুবক। বৃহস্পতিবার ম্যাঙ্গালুরুর উপকণ্ঠে সুরথকল এলাকায় ২৩ বছর বয়সি যুবককে কুপিয়ে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দল। ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার এন শশী কুমার জানিয়েছেন, রাত ৮টার দিকে সুরথকলের কৃষ্ণপুরা কাটিপাল্লা এলাকায় ওই যুবকে আক্রমণ করে চার পাঁচজন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছিল। কমিশনার আরও জানিয়েছেন, ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনার পর সুরথকল, মুলকি, বাজপে এবং পানাম্বুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।