মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশে জ্বালানির দাম হু হু করে বেড়েছে। যা ঘিরে দেশের নানা প্রান্তে আছড়ে পড়ছে তীব্র ক্ষোভ। এরমধ্যেই রাজস্থানের জয়পুরে বিজেপির শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। সেখানেও উঠেছে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। এরপরই শনিবার পেট্রোপণ্যের দাম কমাল কেন্দ্রীয় সরকার। পেট্রোল, ডিজেল এবং উজ্জ্বলা যোজনায় পাওয়া রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে। পেট্রোলের শুল্ক কমানো হয়েছে লিটারপ্রতি ৮ টাকা। এর ফলে পেট্রোলের দাম লিটারপ্রতি ৯.৫০ টাকা কমল। আর, ডিজেলের দাম কমানো হয়েছে লিটারপ্রতি ৬ টাকা। এর ফলে ডিজেলের দাম লিটারপ্রতি ৭ টাকা কমল। দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর, তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন তিনি জনদরদী। মানুষই তাঁর কাছে আগে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী টুইট করেছেন, ‘আমাদের কাছে সব সময় মানুষই সবার আগে! আজকের সিদ্ধান্তগুলো, বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের দামের উল্লেখযোগ্য হ্রাস সম্পর্কিত সিদ্ধান্ত বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের নাগরিকদের স্বস্তি দেবে এবং তাঁদের জীবনযাত্রা আরও সহজ করবে।’