ফের রেল বিপর্যয় । একই দিনে ভাঙল দু’টি এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ। পূর্ব বর্ধমানে আটকে গেল পরিষেবা। নাজেহাল যাত্রীরা। আজ, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ বনপাশ স্টেশনের রেলগেটের কাছে প্যান্টগ্রাফ ভেঙে যায় আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের। ঝাপটের ঢাল স্টেশনের কাছে ভেঙে যায় আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ। ফলে, ওই রুটে আটকে বহু ট্রেন। অন্যদিকে, বৃহস্পতিবার মধ্য রাতে লাইনচ্যুত হয় জন শতাব্দী এক্সপ্রেস। চেন্নাই সেন্ট্রাল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। প্রায় ২ ঘণ্টা পরে গড়ায় চাকা।