ফের দফায় দফায় উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ি শহর । সোমবার সকালে প্রথমে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াখালি মোড়ে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় ফুলবাড়ি হাইস্কুল, আমাইদিঘি হাইস্কুলের অকৃতকার্য পরীক্ষার্থীরা । যার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় । একই
আরও পড়ুনঃ ইংরেজিতে ফেল করে পথ-অবরোধ, ‘umbrella’ বানান বলতে পারলো না ছাত্রীরা
দাবিতে চম্পাসারীর শ্রীগুরু বিদ্যামন্দিরের ময়দান ও স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শ্রীগুরু বিদ্যামন্দির, মার্গারেট হাইস্কুল ও দেশবন্ধু হিন্দি হাইস্কুলের অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা । এরপরই শিলিগুড়ির প্রাণকেন্দ্র হাশমি চকে বিক্ষোভ দেখায় শক্তিগড় হাইস্কুল, শক্তিগড় গার্লস হাইস্কুল, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, হাকিমপাড়া গার্লস হাইস্কুল, জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুল-সহ একাধিক স্কুলের পড়ুয়ারা ।