কলকাতা

আইএসএফ সমর্থকদের তাণ্ডবে রণক্ষেত্র ধর্মতলা চত্বর

আইএসএফ কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে শনিবার ধর্মতলা চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । সেই জমায়েতে আসার পথে সকালে ভাঙড়ে আইএসএফ সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের একপ্রস্থ সংঘর্ষ হয়। বিকেলে তার রেশ এসে পড়ে ধর্মতলায়। পুলিশের গার্ডরেল ভেঙে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামানো হয়। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে যায় ধর্মতলা চত্বর। জওহরলাল নেহরু রোড, এস এন ব্যানার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, রানি রাসমণি রোড সব বন্ধ হয়ে যায়। অফিসে ফেরত টাইমে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় এমন বিক্ষোভের জেরে প্রবল ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। বেশ কিছু জায়গায় যানজট তৈরি হয়ে যায়। গাড়ি চলাচল ব্যাহত হয়ে যায়।