২৪ বছরের বয়সেই দুবার ক্যান্সারের মত মারনব্যাধিকে হার মানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হয়ে ফিরেছেন স্বাভাবিক জীবনে। ধীরে ধীরে অভিনয়ও শুরু করেছিলেন তিনি। সম্প্রতি বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি এবং দিদি নম্বর ওয়ানের মঞ্চে উপস্থিত হয়ে মারনব্যাধির বিরুদ্ধে তাঁর লড়াইয়ের গল্পও অনুরাগীদের শুনিয়েছিলেন অভিনেত্রী। এরইমধ্যে মঙ্গলবার রাতে আচমকাই গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন কোমায় রয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সকালেও তাঁর জ্ঞান ফেরেনি বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এখনও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে অস্ত্রোপচারের পর চোখ খুলেছিলেন তিনি। হাত নাড়িয়েছেন কয়েকবার। কিন্তু ভেন্টিলেশন থেকে বার করা না হলে তিনি বিপন্মুক্ত তা বলা সম্ভব নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।