বিদেশ

মাঝ আকাশে এয়ার এক্সপ্রেস বিমানে আগুন, জরুরি অবতরণ আবু ধাবি বিমানবন্দরে

মাঝ আকাশে এয়ার এক্সপ্রেস বিমানে আগুন। শুক্রবার সকালে আবু ধাবি থেকে ১৮৪ যাত্রী নিয়ে কেরলের কালিকট বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটি। মাঝ আকাশে আচমকাই বিমানের ইঞ্জিনটিতে আগুন লেগে যায়। বিপদের আঁচ পেয়ে তড়িঘড়ি বিমানটি নিয়ে ফের আবু ধাবি বিমানবন্দরে অবতরণ করেন চালক। বিমানে থাকা সব যাত্রীই নিরাপদে রয়েছেন বলে বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিন সকালে  আবুধাবি থেকে ১৮৪ যাত্রী নিয়ে কেরলের কালিকট বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি ৭৩৭-৮০০ মডেলের বোয়িং বিমানটি। বিমানবন্দর ছেড়ে এক হাজার ফুট উঁচুতে ওঠার সময়েই বিমানের এক নম্বর ইঞ্জিনে আগুন লাগার ঘটনা চালকের নজরে আসে। আগুন লাগার খবর জানতে পেরেই উদ্বিগ্ন হয়ে পরেন যাত্রীরা। কোনও ঝুঁকি না নিয়ে বিমানটি নিয়ে ফের আবু দাবি ফিরে যান পাইলট।