দেশ

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার লন্ডন-মুম্বই বিমানে অসুস্থ ১১

এয়ার ইন্ডিয়ার সমস্যা কিছুতেই মিটছে না। গুজরাতে তাদের বিমান ভেঙে পড়ার পর থেকেই নানা বিভ্রাটে নাজেহাল টাটাদের এই সংস্থা। এবার মাঝ আকাশে লন্ডন থেকে মুম্বইগামী এআই-১৩০ বিমানে অসুস্থ হয়ে পড়লেন ১১ জন যাত্রী। সূত্রের খবর, সোমবার লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমান। যাত্রাপথের মাঝ আকাশে ৬ জন বিমানকর্মী সহ ১১ জনের শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে বমিবমি ভাব। বিমান তখন ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ হাজার ফুট উপরে। তবে এবার আর জরুরি অবতরণ না করিয়ে মুম্বইতে ফিরেই অসুস্থদের চিকিৎসা শুরু হয়।  ঘটনার কথা স্বীকার করেছে এয়ার ইন্ডয়া কর্তৃপক্ষ। তবে কেবল পাঁচজন যাত্রী এবং দু’জন বিমানকর্মী অসুস্থ হয়েছিলেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘লন্ডনের হিথরো থেকে মুম্বই আসার পথে এআই-১৩০ বিমানের পাঁচজন যাত্রী এবং দু’জন বিমানকর্মী বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়েন।’ সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, মুম্বইয়ে নিরাপদে নামার পর অসুস্থদের প্রাথমিক চিকিৎসা করা হয়। দুই কর্মী এবং দুই যাত্রী তখনও অসুস্থ বোধ করায় তাঁদের মেডিক্যাল রুমে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। কী থেকে এমন কাণ্ড, তা জানতে তদন্ত করা হচ্ছে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। কী কারণে যাত্রী ও বিমানকর্মীরা অসুস্থ হয়ে পড়লেন? উড়ান বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিমানে অক্সিজেন স্তর কমাতেই এই অসুস্থতা হতে পারে। তবে খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটি সূত্রে দাবি করা হয়েছে, যাত্রীদের কেবিনে অক্সিজেন কম হওয়াতেই বিপত্তি। নিয়ম অনুযায়ী, তখনই যাত্রীদের কাছে অক্সিজেন মাস্ক পৌঁছে যাওয়ার কথা। এটা হয়নি। তাই সমস্যা দেখা দেয়।  অন্য একটি রিপোর্ট অনুযায়ী, বিমানে খাদ্যের বিষক্রিয়া থেকেও এমনটি হতে পারে। তবে সেদিন যাত্রীদের এবং চালকদের একই খাবার দেওয়া হয়েছিল। পাইলটদের কোনও অুসস্থতা দেখা যায়নি। তাই কী থেকে কী হয়েছিল, তা তদন্তের পরেই জানা যাবে।