বিদেশ

ইঞ্জিন বিকল, দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

 দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান রাশিয়ার প্রত্যন্ত মাগদান শহরে জরুরি অবতরণ করেছে। বিমানের ২৩২ জন যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, একটি বিমানটি বুধবার মুম্বই থেকে যাত্রা শুরু করে। এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইঞ্জিনে বিকল হয়ে যাওয়ায় বিমানটিকে রাশিয়ার প্রত্যন্ত মাগদান শহরে জরুরি অবতরণ করতে হয়। বিমান সংস্থার দেওয়া একটি বিবৃতি অনুসারে, ইঞ্জিন বিকল হওয়ার কারণে দিল্লি থেকে ফ্লাইট এআই১৭৩-কে রাশিয়ার দিকে ডাইভার্ট করা হয়েছিল। বোয়িং ৭৭৭-২০০ এলআরটিতে ২১৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি নিরাপদে মাগদানে অবতরণ করে। এয়ার ইন্ডিয়ার একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে ফ্লাইট এআই১৭৩ডি সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যদের নিয়ে রাশিয়ার মাগদান (GDX) থেকে সান ফ্রান্সিসকো (SFO) রওনা হয়েছে। ফ্লাইটটি আট জুন স্থানীয় সময় ১০.২৭ মিনিটে মাগাদান থেকে ছেড়েছিল এবং আট জুন স্থানীয় সময় রাত ১২.১৫ মিনিটে সান ফ্রান্সিসকোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিমানটি সেখানে পৌঁছানোর পরে সমস্ত যাত্রীদের বেরনোর কাজ শেষ করতে এয়ার ইন্ডিয়া অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। তিনি জানান যে এসএফও টিম যাত্রীদের চিকিৎসা সেবা, পরিবহন সুবিধা ইত্যাদি সহ সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।