বিনোদন

নতুন ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ করলেন অজয় দেবগণ

প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন অজয় দেবগণ। নতুন ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ করলেন তিনি। এই সিরিজের নাম, ‘রুদ্র দ্য এজ অফ ডার্কনেস’। ব্রিটিশ ক্লাসিক ওয়েব শো ‘লুথার’। ভারতীয় ভাবনায় এই ওয়েব শো-এর রিমেক করছেন পরিচালক রাজেশ মাপুস্কর। একজন ডাকসাইটে গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। চরিত্রে অনেক স্তর আছে। ব্রিটিশ ওয়েব সিরিজে এই পুলিশের চরিত্রটিতে অভিনয় করেছিলেন ইদ্রিশ এলবা। স্বাভাবিকভাবে এই চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অজয় দেবগণ। ফার্স্ট লুকের ছবি পোস্ট করে অজয় লেখেন, ‘হটস্টার স্পেসালস-এর এ বছরের ক্রাইম থ্রিলার হটস্টার ‘রুদ্র দ্য এজ অফ ডার্কনেস’-এর ঘোষণা করতে পেরে খুশি। এটি একেবারে মারকাটারি হতে চলেছে।’ কালো টিশার্ট তার উপর কালো বোতামখোলা শার্ট পরে হাঁটছেন অজয়। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ব্রিজ। তার রংও কালো। ব্ল্যাক যে গোটা সিরিজে তাৎপর্য বহন করছে তা প্রথম লুক দেখে পরিষ্কার হয়ে গিয়েছে। সূত্রের খবর, অজয়ের বিপরীতে অভিনয় করতে পারেন অভিনেত্রী এলিয়েনা ডি ক্রুজ। জিজনি+হটস্টারে স্ট্রিমিং শুরু হতে চলেছে ওয়েব সিরিজটির।

https://www.instagram.com/p/CN4CwT9AQb3/?utm_source=ig_web_copy_link