গোয়া কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদান অব্যাহত ৷ আজ গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো তৃণমূলে যোগ দিলেন ৷ আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি ৷ অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো গোয়া কংগ্রেসের বিধায়ক ছিলেন ৷ এদিন তাঁর যোগদানের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷ গতকালই
গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে কলকাতায় এসেছিলেন অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো ৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় আলেমাও চার্চিল এনসিপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন । তার আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের লুইজিনহো ফেলেইরো সদবদলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন ৷ তার পর থেকে গোয়ায় অনেকেই ঘাসফুলে শিবিরে যোগ দিয়েছেন ৷