বিদেশ

আমেরিকা জুড়ে স্তব্ধ বিমান পরিষেবা, সাইবার হামলার আশঙ্কা!

প্রযুক্তিগত ত্রুটির কারণে গোটা আমেরিকা জুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হল। দেশের আকাশে যত মার্কিন বিমান ছিল, তাদের অধিকাংশকেই  জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। এই যান্ত্রিক ত্রুটির কথা সমস্ত বিমানের পাইলট এবং কর্মীদের জানিয়ে দেয় আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। ওই সংস্থাকে উদ্ধৃত করে বুধবার এ খবর জানিয়েছে এনবিসি(NBC)। এই ঘটনায় সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই সব মার্কিন বিমান অস্বাভাবিক দে্রিতে চলাচল করছিল। যাত্রীরাও অধৈর্য হয়ে অভিযোগ জানাচ্ছিলেন। কিন্তু কী কারণে এই বিভ্রাট, তা বুঝে উঠতে পাড়ছিলেন না বিমানযাত্রীরা। পরে এফএএ-র মাধ্যমে জানা যায়, বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড়সড় গোলযোগ ধরা পড়েছে। সকাল থেকেই আমেরিকায় এই বিভ্রাটের জেরে বিমান পরিষেবা কার্যত থমকে যায়। বিভিন্ন দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ে বহু বিমান। আকাশে থাকা অনেক বিমানকেও নেমে আসার নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সিস্টেম বিমান এবং ক্রুদের সাবধান রাখে। শুধু তাই নয়, যাত্রীদেরকেও বিভিন্ন ভাবে আপডেট করে থাকে এই সিস্টেম। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে অন্য বিমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে। আর সেই সিস্টেম একেবারে কাজ করছে না বলে খবর। আর এর ফলে পাইলট কিংবা বিমানকর্মীদের কোনও বার্তা দেওয়া জাচ্ছিল না। আর এতে বিপদের আশঙ্কা ছিল। এফএএ’র তরফে এক টুইট বার্তাতে জানানো হয়েছে, দ্রুত সিস্টেম পুরানো অবস্থায় ফিরিয়ে আনার কাজ করা হচ্ছে। বেশ কিছু সমস্যার কারণে দেশে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে টুইট বার্তায় জানিয়েছে ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এমনকি প্রতি মুহূর্তে আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে কখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা অবশ্য কিছু জানানো হয়নি। তবে কি ধরণের ত্রুটি সে বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, বড়সড় কোনও সাইবার হামলা ঘটেছে। আর সেই কারণে এই সিস্টেম পুরোপুরো ভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে এই সাইবার অ্যাটার্কের পিছনে কে বা কারা দায়ী তা বিষয়ে কিছু জানানো হয়নি।