প্রায় ৩০ ঘণ্টা পর বালোচ বিদ্রোহীদের কবল থেকে উদ্ধার করা হল পণবন্দিদের। সূত্রের খবর, বুধবার রাতের দিকে পণবন্দিদের সকলকে উদ্ধার করার কাজ শেষ হয়। তবে অন্তত ২৮ জন সেনাকে বিদ্রোহীরা খুন করেছে বলে জানা গিয়েছে। যদিও বালোচ লিবারেশন আর্মির দাবি, অন্তত ৫০ জন সেনাকর্মীকে খুন করেছে তারা। অন্যদিকে পাক প্রশাসনের কথায়, বালোচ বিদ্রোহীদের সকলকেই হত্যা করা হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সকল পণবন্দিকে মুক্ত করা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাক সেনার এক কর্তাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, সবমিলিয়ে ৩৪৬ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে জাফরা এক্সপ্রেস থেকে। কিন্তু অন্তত ২৮ জন সেনা প্রাণ হারিয়েছেন বালোচ বিদ্রোহীদের হাতে। তার মধ্যে ২৭ জনকে বেছে বেছে হত্যা করেছে বিদ্রোহীরা। একজন সেনার মৃত্যু হয়েছে উদ্ধারকাজ চলাকালীন। তবে এই ২৮ জনের কেউই ওই ট্রেনে কর্তব্যরত ছিলেন না। নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ কর্মীকে আগেই হত্যা করেছিল বিদ্রোহীরা।
