বুধবার এক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, লকডাউন শিথিল করা হয়েছে দুইবাইয়ে। এ কারণে এখন থেকে দুবাইয়ের সব হোটেল ও সরকারি পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে পার্কে এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না। তবে শহরটিতে মসজিদ, নাইটক্লাব ও সরকারি সমুদ্র সৈকত এখনও বন্ধ। এছাড়া হোটেলের অতিথিদের জন্য বেসরকারি সৈকতও খুলে দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দুবাইয়ে ট্রাম ও ফেরি সার্ভিসও ফের চালু হয়েছে।