জেলা

পুরভোটের দিন ঘোষণা হতেই শুরু তোড়জোড়, সর্বদলীয় বৈঠক করলেন মহকুমা শাসক

পুরভোটের দিন ঘোষণা হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সকলেই। প্রত্যেক দল এখনও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা না করলেও, প্রস্তুতি নিয়ে তৎপর সকলেই। ২০২২ সালের ২২ জানুয়ারি নির্বাচন। তার আগেই, আজ অর্থাৎ মঙ্গলবার সব দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসলেন শিলিগুড়ির মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল। শিলিগুড়ি শহরের বিবেকানন্দ ভবনে এই বৈঠকের আয়োজন হয়। এইদিনের বৈঠকে পুরনির্বাচনের মনোনয়ন জমা থেকে শুরু করে, নির্বাচনের বিভিন্ন নিয়ম নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল যেমন তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বৈঠক হলেও, মনোনীত প্রার্থীরা নিজেদের দলের প্রচারে ঠিক কত টাকা খরচ করতে পারবেন, বা কীভাবে খরচ হবে, তা নিয়ে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি দলগুলিকে। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় শিলিগুড়ির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের।