জলপাইগুড়ির রাজগঞ্জের দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। অপমানে দু’জনে বিষ খায় ৷ একজন বেঁচে গেলেও অন্য নির্যাতিতা মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন আরেক নাবালিকা। এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে। ধৃতদের নাম চয়ন বর্মন, বাপি বিশ্বাস ও শিবু বিশ্বাস।