দেশ

ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই গ্রেপ্তারির পরই মৃত্যু পুলিশকর্মীর

ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছিল সিবিআই । তারপরই জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায়। জানা গিয়েছে, মৃতের নাম মুস্তাক আহমেদ। জম্মু-কাশ্মীরের বিল্লাওয়ারের বাসিন্দা। কাঠুয়ার মহিলা থানায় পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত। পুলিশ সূত্রে খবর, থানায় এক অভিযোগ জানাতে আসা এক মহিলার কাছ থেকে তিন হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। এরপর তাকে গ্রেপ্তার করে সিবিআই। মহিলা থানারই অন্য একটি ঘরে তাঁকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন সিবিআই আধিকারিকরা। সেই সময়ই আচমকা শরীর খারাপ হতে থাকে মুস্তাকের। জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।