বিনোদন

শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও ধর্ষণের অভিযোগ

 একের পর এক বিতর্কের শিকার বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। গতবছরেই চিত্র নায়িকা বুবলিকে গোপনে বিয়ে করার কথা প্রকাশ্যে আনেন বুবলি নিজেই। এমনকী তাঁদের সন্তানের কথাও প্রকাশ্যে সবাইকে জানিয়েছেন নায়িকা। তবে একথা অস্বীকার করেননি শাকিব খান। বরং দ্বিতীয় পুত্রের সঙ্গে একাধিক ছবি ভাইরাল হয়েছিল শাকিবের। এই নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। যাই হোক, এই রেশ কাটতে না কাটতেই ফের বিপাকে শাকিব খান। এবার তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। জনা গেছে, বুধবার বিকালে চলচ্চিত্রের তিন সমিতির কাছে শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন প্রযোজক। লিখিত অভিযোগে প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, ‘শিল্পী সমিতিসহ প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান এসোসিয়েশনে ওই প্রযোজক অভিযোগ করেছেন। যার বিরুদ্ধে অভিযোগটি এসেছে তিনি দেশের জনপ্রিয় অভিনেতা। তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অভিযোগপত্রে বর্ণিত রয়েছে, শুটের সময় নিয়মিত পতিতালয়ে যেতেন শাকিব, নয়তো হোটেলে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতেন তিনি। শাকিবের চাহিদা মেটানো যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রযোজনা সংস্থা দিতেন। এমনকি সহ-প্রযোজক শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। তিনি পৈশাচিকভাবে নির্যাতন করেছেন এক অস্ট্রেলিয়ান যৌনকর্মীকে। এমনকি গুরুতর জখম হয়েছিলেন সে। নির্যাতিতা এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশ বংশোদ্ভূত নারী। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে হেনস্থার শিকার হতে হয় ওই যৌনকর্মীকে। শাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। এমনকী ২০১৮ সালে শাকিব খান অস্ট্রেলিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হন। নির্যাতিতা কিছু না বলায় সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।