মদে আগুন জ্বালিয়ে রণবীরের মুখে ‘জয় মাতা দি’
সমাজ মাধ্যমে ছাড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিপাকে বলি অভিনেতা রণবীর কাপুর। মুম্বইয়ের ২ আইনজীবী ঘাটকোপার থানায় ঋষি-পুত্রের নামে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ জানিয়েছেন বলে খবর। বিতর্ক রণবীরের স্ত্রী আলিয়া সহ পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে পশ্চিমি প্রথা অনুসরণ করা হচ্ছিল। একজন যখন কেকের উপর সুরা ছড়িয়ে দিচ্ছেন, তখনই হঠাৎ ‘জয় মাতা দি’ ধ্বনি দেন রণবীর। ঠাকুর-দেবতার নাম নিয়ে এইরূপ আচরণ সকলেরই দৃষ্টিকটূ লেগেছে। আর এতেই চটেছেন অনেকে।