কাল এনডিএ-র বৈঠকের পর আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ রাজনাথ। শরিকদের নিয়ে সরকার গঠনের রুটম্যাপ তৈরি করতে বৈঠক: সূত্র । নীতীশ-নায়ডুর সমর্থন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পথে মোদি। কাল ফের এনডিএ-র বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে দাবি পেশ। শনিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের তোড়জোড় মোদির। অন্য়দিকে, ১০ বছর পর আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দেশ। নীতীশ-নায়ডুর সমর্থনে গঠিত হতে চলেছে তৃতীয় মোদি সরকার। সুযোগ বুঝে দর বাড়াতে মরিয়া শরিকরা। সূত্রের খবর, ‘স্পিকারের পদ সহ কমপক্ষে ৬টি মন্ত্রক দাবি করেছেন চন্দ্রবাবু’। তালিকায় রয়েছে অর্থ, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, তথ্যপ্রযুক্তি: সূত্র। অন্তত ৩টি পূর্ণ মন্ত্রীর পদ ও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দাবি নীতীশের। জিতনরাম মাজির ‘হাম’ একটি ক্য়াবিনেট মন্ত্রক চেয়েছেন। চিরাগ পাসোয়ানও একটি ক্য়াবিনেট মন্ত্রকের পাশাপাশি চেয়েছেন ২জন প্রতিমন্ত্রীর পদ চেয়েছে্ন।