কলকাতা

‘বাংলা থেকে দুর্নীতি অন্যায় ও অত্যাচার তাড়াতাড়ি শেষ হোক’, কলকাতায় পুজো উদ্বোধনে এসে বললেন অমিত শাহ

কলকাতায় পুজোর উদ্বোধনে এসেও তৃণমূল সরকারকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তিনি বললেন, ‘‘আমি পশ্চিমবঙ্গে আসব। রাজনৈতিক কথাও বলব। আর বাংলায় পরিবর্তনের জন্য উদ্যোগ নেব। বাংলার মানুষের সুখ, সমৃদ্ধির পাশাপাশি মায়ের কাছে প্রার্থনা করব যাতে বাংলা থেকে দুর্নীতি অন্যায় ও অত্যাচার তাড়াতাড়ি শেষ হোক। এমন শক্তি যেন মা দুর্গা আমাদের দেন।”পুজো উদ্বোধনে এসে নিজের বক্তব্যে অমিত শাহ এও বলেন, ‘অযোধ্যার রাম মন্দির এখনও উদ্বোধন হয়নি। কিন্তু উত্তর কলকাতায় রাম মন্দির আজ উদ্বোধন হয়ে গেল। এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে বাংলায় রাম মন্দিরের উদ্বোধনের বার্তা পৌঁছে যাবে।’ অযোধ্যার রাম মন্দিরের আদলে এ বার সন্তোষ মিত্র স্কোয়্যার ৮৮তম বর্ষে তাদের পুজোর মণ্ডপ গড়ে তুলেছে। বাংলার দুর্গোৎসবে বিজেপি তাদের প্রভাব বাড়াতে চাইছে। আর সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে পুজো উদ্বোধনের মাধ্যমে বাংলা এবং বাঙালিদের মন পেতে চাইছে গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।