জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাল পাকিস্তান সেনার। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। শহিদ হন সেনার এক জুনিয়র কমিশনড অফিসার। সেনা সূত্রে জানা গিয়েছে, নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান সেনা। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ভারতীয় সেনার এক আধিকারিক গুলিবিদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয় ।