হাইকোর্ট
কলকাতা

সিবিআই নয়, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটেই আস্থা কলকাতা হাইকোর্টের

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর মামলায় সিটের তদন্তের উপরই আস্থা রাখলেন বিচারপতি রাজশেখর মান্থা। বিশেষ তদন্তকারী দল এই মৃত্যুর তদন্ত করে চার্জশিট জমা দেবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি । তিনি জানিয়েছেন, সিবিআই-এর হাতে এই মামলা হস্তান্তরের প্রশ্ন নেই ৷ যদিও মামলার শুনানিতে বার বার পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন আনিশ খানের বাবার আইনজীবীরা । সেই কারণে নিরপেক্ষ কোনও সংস্থার তদন্তের আর্জি জানানো হয় । কিন্তু বিচারপতি রাজশেখর মান্থা তাঁর নির্দেশে বলেন, “সব পক্ষের দেওয়া সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর আদালতের মনে হয়েছে সিট ঠিকঠাক তদন্তই করছে । সিট তদন্ত করে চার্জশিট দেবে আদালতে ।”