কলকাতা

নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে অনুব্রত

নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই এদিন সকাল ১০টার কিছু আগে নিজাম প্যালেসে গিয়েছিলেন তৃণমূল নেতা। গরু পাচার মামলায় তাঁকে সাড়ে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ৩ দফায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সকাল ১০টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ২টোর পর ডাক্তার দেখানোর কথা গোয়েন্দাদের জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে ২টোর পর যেনে ছাড়া হয় বলেও তিনি আবেদন জানিয়েছিলেন। সম্ভবত সেই কারণেই সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তৃণমূল নেতাকে।