কলকাতা

ইডি-র মামলা খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

ইডি-র দায়ের করা মামলা খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার দ্রুত শুনানির আবেদন জানান বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে। ২ ডিসেম্বর সেই মামলার শুনানি। গরু পাচার কাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পালটা দিল্লি হাইকোর্টে গিয়েছেন অনুব্রত। চলতি সপ্তাহে দিল্লি হাইকোর্টে শুনানি হওয়ার কথা। অনুব্রত’র বক্তব্য, গোরু পাচার সংক্রান্ত সমস্ত ঘটনা ঘটেছে বাংলায়। তাহলে দিল্লিতে এনে কেন জেরা করা হবে?। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ও সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গও টানা হয়। যদিও ইডি’র আইনজীবীর দাবি, অভিষেকের বিষয় সম্পূর্ণ আলাদা। অনুব্রত ইতিমধ্যে ধৃত। প্রসঙ্গত, গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সিবিআইয়ের হাতে গ্রেপ্তারির পর ১০০ দিনের বেশি সময় কেটে গিয়েছে। তারপরও জামিন মেলেনি। সেই জামিনের আবেদন নিয়েও কলকাতা হাইকোর্টে যান অনুব্রত। ৩০ নভেম্বর সেই আবেদনের শুনানি।