দুর্ঘটনার কবলে পড়ল অনুব্রত মণ্ডলের প্রধান দেহরক্ষীর সাইগেল হোসেনের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাইগেলের তিন বছরের মেয়ে সহ দুজনের। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার এলাকায়। আহত হয়েছেন সাইগেল নিজেও। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিজের গাড়িতে ইদের বাজার করে দুর্গাপুর
থেকে বোলপুর ফিরছিল অনুব্রতর দেহরক্ষী সাইগেল। সেই গাড়িতেই ছিল তাঁর মেয়ে সহ আরও কয়েকজন। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইলামবাজার জঙ্গলে পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু-সহ দুজনের। মৃত একজনের নাম মাধব কৈবর্ত। ঘটনাস্থলে আসে ইলামবাজার থানার পুলিস। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।