কলকাতা

জল্পনার মাঝেই কলকাতায় আসলেন অর্জুন সিং, বললেন কাউন্টডাউন শুরু

কাউন্টডাউন শুরু । অর্জুনের দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা! তবু ভেঙেও মচকালেন না অর্জুন সিং। শুধু এটুকুই জানিয়ে দিলেন বাংলার স্বার্থে কলকাতায় বৈঠকে যাচ্ছেন তিনি । এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে যেমন কিছুই বলেননি তিনি, আবার এমন অনেক কিছুই বলেছেন যা ভীষণ তাৎপর্যপূর্ণ । বারবারই অর্জুন বলেছেন, বাংলার ভালোর জন্য বৈঠক করতে যাচ্ছেন তিনি ৷ আগে কেন্দ্রের সঙ্গে বৈঠক করেছেন ৷ এ বার তাঁর বৈঠক রাজ্যের সঙ্গে । তবে যতবারই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিজেপি সাংসদ । তবে এটাও খোলসা করে বলেননি তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন না । তৃণমূল সূত্র থেকে খবর, গতকাল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সঙ্গে বৈঠক হয়েছে অর্জুন সিং-এর । সেখানে তাঁর ঘাস-ফুলে যোগদানের বিষয়টিও চূড়ান্ত হয়েছে । এরপর আজ বিকেল চারটেয় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর ঘরওয়াপসি হতে পারে বলে খবর । জল্পনার মাঝেই আজ সকালে নিজের বাড়িতে বসেই সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং ৷ তিনি বলেন, “একদিকে কাউন্টডাউন শুরু, একদিকে কাউন্টডাউন শেষ । পাট নিয়ে কেন্দ্রীয় সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে । এ বার রাজ্যের সঙ্গে কথা বলা দরকার । বিজেপিতে থাকব কি না, সেটা সময় বলবে । যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ, যাঁরা পাশে ছিলেন না, তাঁদেরও ধন্যবাদ । এখনও যা বলছি, বিজেপিতে থেকেই বলছি । সরকারি ভাবে যখন পরিবর্তন করব, সকলেই জানতে পারবেন ।” অন্যদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অর্জুন অনুরাগীদের ভিড়। ভেতরে চলছে দলীয় বৈঠক। এদিন কলকাতা এসে আলিপুরের একটি হোটেলে ওঠেন অর্জুন সিং। কিছুক্ষণ পরেই তিনি আলিপুরের তাজ বেঙ্গল হোটেল থেকে তাঁর কনভয় বেরিয়ে যায়। তাঁর রুট বলে দেবে আগামী কয়েকঘন্টায় কী হতে চলেছে।