জেলা

‘ভুল করলে বলতেই হবে’, জুট শিল্প নিয়ে বস্ত্রমন্ত্রককে তোপ অর্জুন সিংয়ের

জুট শিল্প নিয়ে ফের একবার বিতর্কিত মন্তব্য অর্জুন সিংয়ের ৷ বস্ত্রমন্ত্রকের কাজে ভুল রয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ জানালেন, কেন্দ্রীয় কোনও মন্ত্রকের কাজে ভুল থাকলে বা তার কোনও আমলা ভুল কাজ করলে বলতে তো হবেই ৷ অর্থাৎ, সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল এবং তাঁর দায়িত্বে থাকা মন্ত্রকের কাজে ত্রুটির অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ ৷ এদিন সকালে দিল্লি রওনা দিয়েছেন অর্জুন সিং ৷ একের পর এক দলবিরোধী মন্তব্য করায়, তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ সেখানে অর্জুন সিংয়ের সঙ্গে বিকেলে আলোচনায় বসবেন তিনি ৷ তবে, দিল্লিতে তলব নিয়ে অর্জুন সিং কোনও মন্তব্য করতে চাননি ৷ এ দিন বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় সভাপতি ডেকেছেন ৷ কী কথা বলবেন সেটা উনি ঠিক করবেন ৷