তামিলনাড়ু-কর্নাটক সীমান্তের কুন্নুড়ের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার ৷ সেনাবাহিনী সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ মোট ১৪ জন উচ্চপদস্থ সেনা আধিকারিক৷ এমআই-১৭ হেলিকপ্টারটি ভেঙে পড়ার সময়ে সেনা প্রধান কপ্টারের ভিতরেই ছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ এখনও অবধি ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে রয়েছে কোনও যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিন কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি ৷ গন্তব্য ছিল কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টার ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, মোট ১৪ জন যাত্রী ছিলেন, এদের মধ্যে হেলিকপ্টার চারজন উচ্চ পদস্থ আধকারিক ছিলেন। জানা গিয়েছে, এই হেলিকপ্টারে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী। জানা গিয়েছে, তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ক্যান্টনমেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দুর্ঘটনার খবর পেয়েই স্বাস্থ্য অধিকর্তাদের উচ্চমানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। যাবতীয় চিকিৎসা সামগ্রীর দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য চালানো হচ্ছে। এখনও অবধি ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে করা হবে দেহের শনাক্তকরণ।
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
An Inquiry has been ordered to ascertain the cause of the accident.— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021