‘কোনও অপরাধ করলে, আমায় গ্রেফতার করুন।’ বৃহস্পতিবার এভাবেই বিজেপি সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়লেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার তাঁকে ফের সমন পাঠানো হয়েছে। ছত্তিশগড়ে তাঁর রাজনৈতিক সভা রয়েছে, তা জানা সত্ত্বেও আজই তাঁকে সমন পাঠানো হয় বলে ক্ষোভ উগরে দেন হেমন্ত। এরপরই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, তিনি যদি বড় ধরনের কোনও অপরাধ করে থাকনে, তাহলে যেন তাঁকে গ্রেফতার করা হয়। কেন প্রশ্ন করা হচ্ছে? তাঁকে সমন পাঠানোর পর কেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসের সামনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে? কেন্দ্রীয় তদন্তকারী দল কেন ঝাড়খণ্ডীদের ভয় পাচ্ছে বলেও প্রশ্ন তোলেন হেমন্ত সোরেন।