জেলা

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিশীথ প্রামাণিকের পর এবার অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। তুফানগঞ্জের দেওয়ানি ও ফৌজদারি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের নির্দেশ দেয় বক্সিরহাট থানার পুলিশকে। তুফানগঞ্জ আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, ২০১৯ সালের ৪ এপ্রিল বক্সিরহাট থানার ঠেটারপাট এলাকা থেকে একটি শোভাযাত্রা করেন জন বারলা ও অন্যরা। বিনা অনুমতিতে এই শোভাযাত্রা হয়। তুফানগঞ্জ ২ ব্লক থেকে জন বারলা ও অন্য তিন জনের নামে মামলা হয়। বাকিরা জরিমানা দেন। কিন্তু জন বারলাকে সমন পাঠায় আদালত। ১৫ নভেম্বর জন বারলাকে কোর্টে হাজির থাকতে বলা হয়। তিনি নিজে সশরীরে আসেননি। এমনকি তাঁর আইনজীবীও আসেননি। বিচারক জন বারলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বক্সিরহাট থানার পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এদিকে নিশীথ প্রামাণিকের পর আর এক কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেপ্তারি পারোয়ানা নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। এই বিষয়ে জন বারলা জানান, আইনের পথে লড়বেন। কোচবিহার জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় জানান, আইন আইনের পথে চলবে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁদের নেতাদের আটকানোর চেষ্টা করছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, ক্রিমিনালের দল বিজেপি। আইন অনুযায়ী নেতাদের জেলে ঢুকিয়ে রাখা উচিত।