জেলা

১০ লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার ২

মালদাঃ প্রায় ১০ লক্ষ টাকার মাদক সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মাদক। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মধুঘাট এলাকায়। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়কে তল্লাশি শুরু করে। সন্দেহভাজন দুই বাইক আরোহীকে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করে পাঁচ প্যাকেট ব্রাউন সুগার। গ্রেপ্তার হয় দুজন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। চোরা বাজারে যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।