বিদেশ

‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনের দাবি উড়িয়ে জানাল আমেরিকা

চিনের তরফে অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে আগেই নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। এবার এই বিষয়ে ‘বন্ধু’ ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।’ হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জিন-পিয়ের মঙ্গলবার বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সেই অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা নাম পরিবর্তনের এই চেষ্টার তীব্র বিরোধিতা করি।’ উল্লেখ্য গত রবিবার চিনের বেসামরিক মন্ত্রকের তরফে অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট করে লেখেন, ‘আমরা চিনের রিপোর্ট দেখেছি। চিন প্রথম বার এই চেষ্টা করছে না। আমরা এই নামকরণকে মান্যতা দিতে রাজি নই। অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তন করা হলেও তাতে বাস্তব পরিবর্তন হবে না।’