আবগারি কেলেঙ্কারি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। জামিন পাওয়ায়, স্বাভাবিকভাবেই চাপ বাড়ল ইডির। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। সেখানেই স্বস্তি দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। এদিকে বেশ কিছু বিষয় সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে রেফার করেছে। এদিকে জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হবে কেজরিকে। কারণ তিনি সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছেন কয়েকদিন আগে। সম্প্রতি আদালত কক্ষেই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই। এর আগে ইডি তাঁকে গ্রেফতার করেছিল। সেই মামলায় হাই কোর্টে প্রথমে জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। তবে পরে সেই জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।