জেলা

‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৯

ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ১ কোটি টাকার প্রতারণার ঘটনায় মূল চক্রের পর্দা ফাঁস করল আসানসোল-দুর্গাপুর কমিশনারেট ৷ কলকাতা ও দিল্লি থেকে মোট ৯ জনকে গ্রেফতার করেছেন আসানসোল সাইবার থানার আধিকারিকরা ৷ এই ঘটনায় কোটি-কোটি টাকার লেনদেন ও বিদেশি প্রতারণা চক্রের যোগ পেয়েছেন তদন্তকারীরা ৷ এ নিয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি (হেডকোয়ার্টার) অরবিন্দ আনন্দ বলেন, “গত ১৮ জানুয়ারি আসানসোল সাইবার থানায় একটি অভিযোগ জমা পড়ে ৷ ওই অভিযোগ করেন আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগে, ওই ব্যক্তি জানান তাঁকে গত ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সাইবার অপরাধীরা ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রেখেছিল ৷” ডিসিপি (হেডকোয়ার্টার) আরও বলেন, “কল করে তাঁকে বারে-বারে ভয় দেখানো হয় ৷ বলা হয়, একটি বহুজাতিক কুরিয়ার সংস্থার মাধ্যমে তাঁর আধার কার্ড ব্যবহার করে বেআইনি জিনিসপত্র ব্যাঙ্ককে পার্সেল করা হয়েছে । সেই ঘটনায় তিনি গ্রেফতার হবেন ৷ এরপর দিল্লির সাইবার থানা, সিবিআই ইত্যাদির নামে ভুয়ো কল করে ভয় দেখিয়ে কয়েকবারে তাঁর থেকে ১ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা ৷” তদন্তে নেমে ব্যারাকপুর এবং কেরালার অপরাধ চক্রের সূত্র খুঁজে পেয়েছে পুলিশ। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা পাঠানো হচ্ছে চিন, দুবাইয়ের মতো দেশে? তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।