জেলা

আসানসোলে একাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু, গাফিলতির অভিযোগে চিকিৎসকের বাড়ি-ক্লিনিক ভাঙচুর

একাদশ শ্রেণির এক ছাত্রীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে, এই অভিযোগে তুলকালাম বাধল আসানসোল উওর থানা এলাকায়। শুক্লা মণ্ডল (১৭) নামে ওই তরুণীর মৃত্যুর পর রবিবার চিকিৎসকের বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ দেখায় তার পরিবার।ভাঙচুর করা হয় চিকিৎসকের বাড়ি ও ক্লিনিক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা  কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকায়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত্যুর আসল কারণ জানতে  দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।  পরিবারের অভিযোগ, কিছুদিন আগে লালগঞ্জের বাসিন্দা রিঙ্কু মন্ডল তাঁর মেয়ে শুক্লা মণ্ডলকে নিয়ে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসক দ্বিজেন ভুঁইয়ের কাছে যান।রিঙ্কু মণ্ডলের অভিযোগ, সামান্য শরীর খারাপ নিয়ে ২৯ জানুয়ারি লালগঞ্জের স্থানীয় ডাক্তার দ্বিজেন ভুঁইয়ের কাছে নিয়ে যাই মেয়েকে।ডাক্তার ঠিকমতো চিকিৎসা না করেই ভুল ওষুধ-ইঞ্জেকশন দেয়।তারপর থেকেই শুক্লার শরীর আরও খারাপ হতে শুরু  করে। তার মুখ থেকে ফেনা বার হতে থাকে ও জ্বর আসে বলেও অভিযোগ।তড়িঘড়ি সেই অবস্থায় তরুণীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু, অবস্থার আরও অবনতি হলে তাকে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার বিকেলে মৃত্যু হয় শুক্লার।   মৃতার মায়ের আরও অভিযোগ, জেলা হাসপাতালের এক চিকিৎসক তাঁদের জানিয়েছেন, ভুল চিকিৎসা করা হয়েছে। তবে স্থানীয় ও পরিবারের তরফে অভিযোগ, এই ডাক্তার নাকি ভুয়ো। এর আগেও দুবার ঠিক এমন ঘটনা ঘটেছে। তাঁরা দাবি জানান, এমন ডাক্তারকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়।