জেলা রাজনীতি

কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি

নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আগামী ১৯ জুন এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে। এর আগেই এই বিধানসভা কেন্দ্রের জন্য় কংগ্রেস ও তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। এবার পদ্ম শিবিরের তরফে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হল। এবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ। এবার আশিস ঘোষের সংক্ষিপ্ত পরিচয় জেনে নিন। তবে এলাকায় আদি বিজেপি বলেই পরিচিত তিনি। সূত্রের খবর, কালীগঞ্জেরই বাসিন্দা তিনি। তিনি দীর্ঘদিনের পঞ্চায়েত সদস্য। দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য তিনি। এবার সেই আশিস ঘোষকেই প্রার্থী করে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী বৈতরনী পার হতে চাইছে বিজেপি। এর আগে তৃণমূল ও কংগ্রেসের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে আলিফা আহমদকে। তিনি এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা। কংগ্রেসের তরফেও ইতিমধ্য়েই প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাম কংগ্রেস জোটের প্রার্থী করা হয়েছে কাবিল উদ্দিন শেখ।এবার বিজেপির তরফে প্রার্থী করা হল আশিস ঘোষকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আসনটির দিকে নজর রয়েছে বিভিন্ন মহলের। শেষ পর্যন্ত এখানে কে জেতে সেদিকে তাকিয়ে আছেন অনেকেই।