দেশ

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, শহিদ অতিরিক্ত পুলিশ সুপার

ফের মাও হামলা ছত্তিশগড়ে ৷ মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে কোন্টার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও শহিদ হয়েছেন। একই সঙ্গে, আরও এক পুলিশ আধিকারিক এবং স্টেশন ইনচার্জও আহত হয়েছেন। জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বস্তারের আইজি সুন্দররাজ পি। রাজ্যে নিরাপত্তাবাহিনীর ধারাবাহিক সাফল্যের পর এদিন পাল্টা হামলা চালাল মাওবাদীরা ৷ বস্তারের আইজি জানিয়েছেন, মাওবাদীরা আগামী ১০ জুন বনধের ডাক দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে, সুকমা-সহ গোটা বস্তারে নিরাপত্তা বাহিনী সতর্ক ছিল। তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। সুকমার এএসপি আকাশ রাও অন্যদের সঙ্গে ডিউটি করছিলেন। দোন্দ্রার কাছে মাটিতে পেতে রাখা আইইডি বোমার উপর তাঁর পা পড়ে যায় ৷ বোমা বিস্ফোরণের ফলে প্রথমে গুরুতর আহত হয়েছিলেন এই পুলিশ আধিকারিক। পরে তাঁর মৃত্যু হয় ৷ এছাড়াও, এসডিওপি, স্টেশন ইনচার্জ এবং বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন। আইইডি বিস্ফোরণে আহত পুলিশ কর্মী এবং জওয়ানদের প্রাথমিকভাবে কোন্টার কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও শহিদ হয়েছেন। অন্য আহতরা প্রাথমিকভাবে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর আগেও ছত্তিশগড়ে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে ৷