দীপাবলির রেশ এখনও কাটেনি, তার মধ্যেই ফের নতুন করে আলো উৎসব পালনের কথা বললেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রধামন্ত্রী বলেন, আগামী ৩ ডিসেম্বর ভোটের ফল বেরোবে। ওইদিন গোটা দেশ দ্বিতীয়বার ফের নতুন করে দীপাবলি পালন করবে। অর্থাৎ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে বলেই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আগামী ৩০ নভেম্বরে তেলাঙ্গানা ভোট দিয়ে এই ৫ রাজ্যের নির্বাচনী পর্ব শেষ হবে। ফল বেরোবে ৩ ডিসেম্বর। ৫ রাজ্য়ে বিধানসভা নির্বাচনের ফলে বিজেপির জয় নিয়ে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।