দেশ

আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে ভোট, ৮ ডিসেম্বর ফল ঘোষণা

আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন৷ ফল ঘোষণা ৮ ডিসেম্বর৷ শুক্রবার এই ঘোষণাই করেছে নির্বাচন কমিশন৷ হিমাচল প্রদেশের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেও গুজরাত নিয়ে কিছু জানায়নি কমিশন৷ ৬৮টি আসনে হবে ভোট। সংখ্য়াগরিষ্ঠতার জন্য চাই ৩৫টি আসন। হিমাচলে ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। একই সঙ্গে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচন। তবে এখনও গুজরাট ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। হিমাচলে ভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে ১৭ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৯ অক্টোবর। ভোট গ্রহণ ১২ নভেম্বর। গণনা ৮ ডিসেম্বর। পুরো নির্বাচনের প্রক্রিয় শেষ করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে দুটি রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি। গুজরাটে ২০২৪ লোকসভার আগে এই দুই রাজ্যের নির্বাচন নরেন্দ্র মোদী ও দেশের বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের সামনে বড় চ্যালেঞ্জ। গুজরাটে ১৮২টি ও হিমাচলপ্রদেশে ৬৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। গুজরাট, হিমাচলে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি। গুজরাটে ২৪ বছর ধরে ক্ষমতায় বিজেপি সরকার। হিমাচলে অবশ্য ২০১৭ পর্যন্ত কংগ্রেস সরকার ছিল। হিমাচলে বিজেপির চ্যালেঞ্জ সরকার ধরে রাখার। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারলে জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে কংগ্রেস।