যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ত্রাণবিলির সময় ঘটল ভয়ানক বিপর্যয়। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৮৫ জন স্থানীয় মানুষের। আহত হলেন ৩২২জন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রমজান মাস শেষে ইদ-উল-ফিতরের আগে সাধারণ মানুষের মধ্যে মধ্যে টাকা বিলি করা হচ্ছিল। তা সংগ্রহ করতে গিয়েই এই হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কি। গত কয়েক দশকের মধ্যে এটিই সব থেকে ভয়ংকর পদপিষ্ট হওয়ার ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।