বাংলাদেশের পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনা ঘটেছে। বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া জলপথে আটকে থাকা ফেরি রজনীগন্ধা যানবাহন ও যাত্রী নিয়ে নদীতে ডুবে গেছে। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। শেষ পাওয়া খবর পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকালে ফেরিটি ডুবে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে রাত ২টো থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা বাল্কহেডের ধাক্কায় তলা ফেটে পদ্মা নদীতে ডুবে যায়। এসময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে যানবাহন চালক ও সহকারী এবং ফেরির কয়েকজন যাত্রী ছিল। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের সাথে কাজ করেছে স্থানীয়রা। এ ঘটনায় ছয়জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে।।