দেশ

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক অজিত ডোভালের

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপোড়েন চলছে ভারত ও বাংলাদেশের। এরই মাঝে বুধবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেই বৈঠকের পরই ডোভালকে ঢাকায় যাওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন খলিলুর। ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ৭ম সম্মেলনে যোগ দেওয়ার জন্য গত অক্টোবরেই খলিলুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন ডোভাল। ভারত মহাসাগরীয় এলাকার পাঁচটি দেশ এই সম্মেলনে যোগ দেবে। বৃহস্পতিবার থেকে দিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হবে সম্মেলনটি। আর তাতে যোগ দিতে মঙ্গলবার রাতেই দিল্লিতে পৌঁছান খলিলুর। এরপর বুধবার ডোভালের সঙ্গে বৈঠক করলেন তিনি। দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের তরফে বৈঠকের বিষয়ে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে। এই বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কর্মকাণ্ড নিয়ে আলোচনার হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। আর এই মুহূর্তে তিনি ভারতেই রয়েছেন। তবে হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে ডোভাল ও খলিলুরের মধ্যে কোনও আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।