বাঁকুড়া শিশু পাচারকাণ্ডে জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ সহ সহ ৩ অভিযুক্তকে হেফাজতে নিল সিআইডি। গতকাল বাঁকুড়ায় আসে সিআইডির একটি দল। আজ আদালত থেকে ওই ৩ জনকে ৫ দিনের জন্য হেফাজতে পেয়েছে রাজ্য তদন্তসংস্থা। শনিবার সকালে সিআইডির তদন্তকারীরা জওহর নবোদয় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সাথে কথা বলেন। তদন্তকারীরা ঘুরে দেখেন স্কুল চত্বরে। ঘুরে দেখেন পৃথক আবাসনে থাকা অভিযুক্ত অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া ও শিক্ষিকা সুষমা শর্মার বাড়ি। কথা বলেন অভিযুক্ত অধ্যক্ষ ও শিক্ষিকার প্রতিবেশীদের সঙ্গে।