রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের মুখ হতে চলেছেন রাজ্যে উচ্চমাধ্যমিকে প্রথম রুমানা সুলতানা। শুক্রবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান পাওয়া রুমানা সুলতানা ও রাজ্যে অষ্টম স্থান দখলকারী বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র প্রীতম চক্রবর্তীকে সংবর্ধনা দিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী ও জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার। সংবর্ধনা অনুষ্ঠানে জেলাশাসক, জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী জানান, ‘রুমানা সুলতানা হলেন রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুযোগ গ্রহণকারী প্রথম ছাত্রী। যিনি উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন। কন্যাশ্রী প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামীদিনে ছাত্রীদের নতুন দিশা দেখাতে পারেন তিনি। আমরা তাঁর সাফল্যে গর্বিত।’ প্রসঙ্গত, মুর্শিদাবাদের মতো পিছিয়ে পড়া জেলাতে কন্যাশ্রী যোদ্ধারা গত কয়েক বছর ধরে প্রচুর ভাল কাজ করে চলেছেন। তাদের প্রত্যক্ষ সাহায্যে জেলা প্রশাসন গত কয়েক বছরে কয়েক হাজার নাবালিকার বিয়ে বন্ধ করেছে এই জেলাতে। পাশাপাশি কন্যাশ্রী যোদ্ধারা জেলাতে শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। জেলাশাসক বলেন, ‘আজ আমি জেলার গর্ব দুই ছাত্র–ছাত্রী, তাঁদের পরিবার এবং শিক্ষকদের সঙ্গে দেখা করলাম এবং কথা বললাম। উচ্চমাধ্যমিকে সফল দুই ছাত্র–ছাত্রীর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও আমি তাঁদের কাছে জানতে চেয়েছি। তবে আমি খুব গর্বিত আমাদের জেলা থেকে একজন ছাত্রী প্রথম স্থান পাওয়াতে।’ তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করছি রুমানার মতামত নিয়ে তাঁর এই বিশেষ সাফল্যের কথা, তার চিন্তা ভাবনা রাজ্যের অন্য কন্যাশ্রী ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার। যাতে রুমানার সাফল্যের কাহিনী শুনে অন্য ছাত্রীরাও উদ্বুদ্ধ হয়।’