জেলা

এবার ওবিসি-দের জন্য নয়া প্রকল্প ‘মেধাশ্রী’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলায় বসবাস করা অনগ্রসর সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প চালুর কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি আলুপুরদুয়ারের প্রশাসনিক সভার মঞ্চ থেকেই OBC’দের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করেন। বাংলার পড়ুয়ারা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন তার জন্য ২০১১ সাল থেকেই সচেষ্ট হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই প্রচেষ্টারই ফল ‘কন্যাশ্রী’, ‘সবুজসাথী’, স্টুডেন্ট ক্রেডিট কার্ড’, ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’, ‘ঐক্যশ্রী’। এবার সেই তালিকাতেই যুক্ত হয়ে গেল আরও একটি প্রকল্পের নাম, ‘মেধাশ্রী’। বৃহস্পতিবার রাজ্যের অনগ্রসর শ্রেনীর মেধাবী পড়ুয়াদের জন্য এই প্রকল্পের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।