কলকাতা

অনুপস্থিত কারণে রাজ্য জুড়ে হাজার-হাজার শিক্ষককে শো-কজ করা শুরু করল রাজ্য

অবশেষে শিক্ষকদের বিরুদ্ধে কড়া মনোভাব নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ১০ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ঢাকা ধর্মঘটের দিন অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের শো কজের প্রক্রিয়া শুরু করল পর্ষদ। রাজ্যের ২১টি জেলায় অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের তালিকা ইতিমধ্যেই পাঠিয়েছে সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা। ঐদিন দার্জিলিং ও কালিম্পং জেলার সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। তাই বাকি জেলাগুলোর ডিআই-দের পক্ষ থেকে আসা রিপোর্টের ভিত্তিতেই শোকজের প্রক্রিয়া শুরু। আজ থেকেই অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের ইমেইল করে শোকজের চিঠি পাঠানো হচ্ছে।