কলকাতা

ফের দিল্লি সফরে রাজ্যপাল, গীতার শ্লোক তুলে ধরে টুইট ধনকড়ের

চলতি মাসের শেষেই দিল্লিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই রাজ্যপাল জগদীপ ধনকড় উড়ে গেলেন দিল্লিতে। সকাল ১০টা ২০ মিনিটের বিমানে দিল্লিতে রওনা হয়ে গিয়েছেন তিনি। ধনকড়ের হঠাত্‍ করে ফের দিল্লি সফরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।  তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার দিল্লি সফরে গেলেন রাজ্যপাল। তবে দিল্লি সফরে আগে লক্ষ্যণীয় ভাবে যা চোখে পড়েছে তা হল দু’টি টুইটে তিনি লিখে গিয়েছেন গীতার বাণী। যা সাধারণত তিনি করেননা। দিল্লি গেলে তিনি সাধারণত এটা লিখে দেন সেখানে গিয়ে তিনি কার কার সঙ্গে দেখা করতে পারেন। এবারে কিন্তু তিনি তা করেননি। বরঞ্চ গীতার শ্লোক তুলে ধরেছেন। আর সেখানেই তৈরি হয়েছে কৌতুহল। দিল্লি যাত্রার আগে করা টুইটে তাঁর সফর নিয়ে একটি শব্দও খরচ করেননি ধনকর। বরং, লিখেছেন গীতার বাণী, ‘কর্মণ্যেবাধিকারস্তে, মা ফলেষু কদাচন’, অর্থাত্‍ ‘কাজ করে যাও, ফলের আশা করো না।’ আরও একটি টুইটে ‘গীতা’র ভূয়সী প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, ‘আমাদের সময়ে ভাগবত গীতা হল একটি কালোত্তীর্ণ পথপ্রদর্শক।’ ‘গীতা’ ধর্ম এবং জাতির ঊর্ধ্বে বলেও ব্যাখ্যা করেছেন তিনি। এর সঙ্গেই তাঁর উপলব্ধি, ‘এই চিন্তাভাবনা অনেক শান্তি এবং সম্প্রীতির জন্ম দেবে। কঠিন সময়ে নিষ্ক্রিয় থাকার পক্ষে কোনও অজুহাত থাকতে পারে না। এটা মানবতা এবং সভ্যতাকে কুরে কুরে খেয়ে ফেলে।’

https://twitter.com/jdhankhar1/status/1416216066968145921
https://twitter.com/jdhankhar1/status/1416216342030479372